মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
দুপুরে ইসলামাবাদ ইউনিয়ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।
অন্যদের মধ্যে বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি মোজাম্মেল হক, কৃষক প্রতিনিধি সালাহ উদ্দিন কাদের ও উপকারভোগিরা উপস্থিত ছিলেন।
২০২৪ ২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বুরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এসব বিতরণ করা হচ্ছে।
ঈদগাঁও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ ইউনিয়নে ৪২০ জন কৃষক কে পাঁচ কেজি করে উফশী বোরো ধান বীজ ও বিশ কেজি করে এমওপি ও ডিএপি সার সহায়তা এবং ১৫০ জনকে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হচ্ছে।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta