মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: ২০২৪ এর জুলাই- আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভায় বক্তারা বলেছেন, এ বিপ্লবের স্প্রিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র- জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফ্যাসিবাদের দোসররা এখনো মাঠে- ময়দানে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে তারা আবারো ফ্যাসিজম প্রতিষ্ঠায় তৎপরতা চালাবে। বিপ্লব রক্ষার্থে সকল ধরনের দলাদলি ও মতভেদ ভুলে যেতে হবে।
আন্দোলনকে দ্বিধা- বিভক্ত করা যাবে না। ছাত্র- জনতার ঐতিহাসিক এ মহাজাগরণ আমাদেরকে নতুন পথের দিশা দিয়েছে। মুক্ত, অবাধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ছাত্র জনকে সদা সোজাগ থাকতে হবে। ফ্যাসিস্টদের কোন মতে সহ্য করা হবে না। তারা দেশের মানুষের সকল ধরনের অধিকার কেড়ে নিয়েছিল।
দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। দেশের মানুষ অনাহারে- অর্থাহারে থাকলেও তাদের কোন মাথা ব্যাথা ছিল না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঈদগাঁও উপজেলা শাখা শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ আলোচনায় অংশ নেন চট্টগ্রাম, কক্সবাজার ও ঈদগাঁও উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার সমন্বয়ক সাহাব উদ্দিন ও ঈদগাঁও উপজেলা শাখার প্রতিনিধি এডভোকেট এস, কে আহমদ ফারুকীর যৌথ সঞ্চালনায় চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক নাসির উদ্দিন ও বিভাগীয় প্রতিনিধি রাকিব হোসাইন নওশাদ (চট্টগ্রাম কলেজ)।
শুরুতে স্বাগত বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার প্রতিনিধি হাবিব আজাদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি আখতার হোসেন, সাহাব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ খোরশেদ আলম, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। ঈদগাঁও উপজেলার পক্ষে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম শাহীন, মাহাথির আনাস ও বেলাল আহমেদ। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেকুর রহমান।
এতে জুলাই- আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত প্রার্থনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া- মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচকরা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখনো যারা মাঠে ময়দানে- ঘুরে বেড়াচ্ছে তাদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তারা বলেন, যতদিন না বৈষম্যহীন ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব না হবে ততদিন সাধারণ ছাত্র-জনতা মাড ছাড়বে না।
ছাত্র প্রতিনিধিরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী যে সকল আমলা বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে তাদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।
Posted ১০:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta