শাহিদ মোস্তফা শাহিদ,সদর(১৩ আগস্ট) :: কক্সবাজার সদরের ঈদগাঁওতে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে রোষানলের শিকার হলেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহজালাল। পরোয়ানাভূক্ত আসামীকে আটক করতে গিয়ে উল্টো তাকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, পোকখালী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের বাসিন্দা ও মৃত মেহের আলীর পুত্র রহমত উল্লাহগং এর বিরুদ্ধে জিআর ১৩১/১২ মামলার পরোয়ানা জারি ছিল। আদালতের আদেশে পরোয়ানা তামিল করার দায়িত্ব এসে পড়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকষ এএসআই শাহজালালের উপর।
চলতি মাসের ৬ আগস্ট রাতে তিনি রহমতসহ মামলার অপর দু’একজন আসামীকে গ্রেফতার করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন।
আসামীরা জামিননামা উপস্থাপন করলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মোঃ খায়রুজ্জামানের নির্দেশে ওই রাতেই আসামীদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে প্রভাবশালী রহমত উল্লাহ বিভিন্ন স্থানে এএসআই শাহজালালালের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন।
অনুসন্ধানে জানা গেছে, ঈদগাঁওতে গরু চোর প্রতিরোধ,এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও এলাকার সাজাপ্রাপ্ত এবং দাগী আসামীদের গ্রেফতারে ছিল তার ব্যাপক ভূমিকা।
একজন নিষ্ঠাবান অফিসারের বিরুদ্ধে এ ধরনের অপ-প্রচার দুঃখজনক বলে দাবী করেছেন এলাকার সচেতন মহল। খোঁজ নিয়ে দেখা গেছে, উর্ধ্বতন কর্মকর্তারাও তার ভূমিকায় সন্তষ্ট।
ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট জানান, এএসআই শাহজালাল বরাবরই একজন নিষ্ঠাবান পুলিশ অফিসার হিসেবে পুরো ঈদগাঁওতে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। তার বিরুদ্ধে এধরনের অপ-প্রচার সত্যিই দুঃখজনক। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সৎ অফিসারদের বিরুদ্ধে এভাবে অপপ্রচার চালানো হলে অপরাধীরা সহজেই পার পেয়ে যাওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে।
কলেজ ছাত্র তৌহিদুল ইসলাম জানান, সকাল ৮টায় ঈদগাঁও বাসস্টেশন এলাকায় দাঁড়িয়ে সকল ছাত্রছাত্রীদের বাসে তুলে দিয়ে নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে এএসআই শাহজালাল। এরকম অহরহ সামাজিক ও ব্যতিক্রমধর্মী কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
Posted ১০:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta