মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার আওতাধীন ঈদগাঁও বাজার দর্জি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন, সেট আপ ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
৩০ জানুয়ারী (বৃহস্পতিবার ) রাতে দারুল ফাতাহ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনেল ঈদগাঁও উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ছৈয়দ নূর হেলালী।
বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দীন, সাবেক সভাপতি কামাল পাশা, সহ সভাপতি বশির আহমদ, দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা আতিকুর রহমান মানিক, জালালাবাদ ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ লুৎফর রহমান, উপজেলা শাখার অর্থ সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, ঈদগাঁও বাজার দর্জি শাখার সভাপতি মোহাম্মদ রুবেল ও ঈদগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আলী হোসাইন জিশান প্রমুখ।
শেষে আগামী সেশনের জন্য সভাপতি পদে আমান উল্লাহ আমান, সহ সভাপতি মোঃ রুবেল ও শাহ আলম, সেক্রেটারি পদে মোঃ সেলিম, সহ সেক্রেটারি মোবারক হোছাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, অর্থ সম্পাদক মোঃ রশিদ, প্রচার সম্পাদক বেলাল উদ্দীন, পাঠাগার সম্পাদক আবছার কামাল, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ, ধর্ম সম্পাদক দেলোয়ার হোছাইন ও সদস্য পদে মোঃ সাঈদ ও রবিউল আলমকে মনোনীত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাঁও ইউনিয়ন শাখার সেক্রেটারী রুবেল মাহমুদ রনি। শপথ বাক্য পাঠ করান উপজেলা সভাপতি তৈয়ব উদ্দীন ।
Posted ৯:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta