মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(২৯ আগষ্ট) :: কক্সবাজারের ঈদগাঁওতে ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন স্থানে ২৯ আগষ্ট সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় পুলিশের এক এএসআই ও মরিচ পানি নিক্ষেপের শিকার হয়েছেন।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, বসতভিটা সংলগ্ন চলাচল পথের বিরোধকে কেন্দ্র করে কতিপয় দূর্বৃত্ত মঙ্গলবার সন্ধ্যায় বাজারের ব্যবসায়ী মাহমুদুল করিম গুন্নুর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।
দূর্বৃত্তরা তাকে লোহার রড দিয়ে উপর্যুপরী মেরে মাথা ফেটে দেয়। পরে মরিচের গুঁড়া মিশ্রিত পানি তার শরীরে ঢেলে দেয়। এসময় দূর্বৃত্তদের নিবৃত্ত করতে চাইলে তারা সেখানে দন্ডায়মান ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র এএসআই পেয়ার আহমদের উপরও মরিচ গুঁড়ার পানি নিক্ষেপ করে।
আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মাহমুদুল করিমকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। তার পিতা মৃত নজির আহমদ। সংঘটিত এ ঘটনায় মাহমুদুল করিম বাদী হয়ে রাতে এ রিপোর্ট লিখার সময় কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ বরাবর একটি এফআইআর চূড়ান্ত করছিলেন।
অভিযোগপত্রে স্থানীয় আবুল কালামসহ কয়েকজনকে আসামী করা হয়। আহত ব্যবসায়ী বাজারের বেঙ্গল ট্যুরস এন্ড ট্রাভেলস ঈদগাঁও শাখার পরিচালক ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা মানবাধিকার কাউন্সিলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।
খবর পেয়ে মানবাধিকার নেতৃবৃন্দ রাতে তাকে বাসায় দেখতে যান। তিনি ইসলামাবাদ পাঁহাশিয়াখালীর স্থায়ী বাসিন্দা হলেও বিগত ৮/১০ বছর পূর্বে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন স্থানে জমি কিনে নিজস্ব বসতভিটায় স্বপরিবারে বসবাস করে আসছেন। তার উপর হামলার ঘটনায় ব্যবসায়ী ও মানবাধিকার নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।
Posted ১২:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta