শাহিদ মোস্তফা শাহিদ,সদর(২১ আগস্ট) :: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা, দরগাহ পাড়া, শিয়াপাড়ার প্রায় শতাধিক লোক বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করার পর চাঁদাবাজদের কবলে পড়ে চরম হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
দালালচক্র এরই মাঝে সংযোগ প্রদানের কথা বলে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় লক্ষাধিক টাকা। দীর্ঘদিন সংযোগ না পেয়ে বৈদ্যুতিক সংযোগ প্রত্যাশীরা ঘুরছে দালালচক্রের পিছু পিছু।
স্থানীয় ও দূর্ভোগের শিকার একাধিক গ্রাহকসূত্রে জানা যায়, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দেওয়ার ঘোষণায় ঈদগাঁওর বিভিন্ন গ্রামে এক বছর পূর্বে নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়। এসময় ঐ গ্রাম সমূহের শতাধিক ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে নতুন বৈদ্যুতিক সংযোগের জন্য আবেদন করে।
স্থানীয় সূত্র জানায়, এসময় সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইনের ঠিকাদার জাহাঙ্গীর আলম স্থানীয় একটি প্রভাবশালী দালাল চক্রের মাধ্যমে নতুন সংযোগ প্রদানের কথা বলে মিটার প্রতি ২ থেকে ৫/৬ হাজার টাকা করে হাতিয়ে নেয়। পরবর্তীতে দীর্ঘ সময়েও তাদের বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় ঐ চক্রটির উপর সংযোগ প্রত্যাশীরা চাপ সৃষ্টি করে।
এতে দালালচক্রটি আবারো অতিরিক্ত টাকার জন্য পাল্টা সংযোগ গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের উপর চাপ দেয়। এছাড়াও বারবার দালালদের তাগিদ দেওয়ায় নানাভাবে সংযোগ গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দেখাচ্ছে।
ভূক্তভোগী ঈদগাঁও প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম জানান, ৪/৫ মাস পূর্বে আবেদন করে মিটার বসানো হয়েছে। ট্রান্সফর্মারের টাকার বাহানা দিয়ে সংযোগ দিচ্ছে না ঠিকাদার জাহাঙ্গীর আলম।
দরগাহ পাড়ার ইলিয়াছ, ছৈয়দ করিম, বশির দরগাহ পাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলামসহ ভূক্তভোগী অনেকেই জানান, দালালচক্রের সদস্যরা আবারো নতুন করে টাকা নেওয়ায় তারা হতাশ।
এ ব্যাপারে দালালচক্রের কয়েকজনের সাথে কথা হলে তারা টাকাগুলো তুলে ঠিকাদার জাহাঙ্গীর আলমকে দিয়েছে বলে স্বীকার করে। তারপর জাহাঙ্গীর আলম নামের ঠিকাদার বিদ্যুৎ সংযোগ না দিয়ে গড়িমসি ও তালবাহানা শুরু করেছে।
শিক্ষক বদিউল আলম আরো জানান, বিদ্যুৎ না থাকায় তার বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে এবং দৈনন্দিন কার্যক্রম সারাতে সীমাহীন দূর্ভোগে পড়ছে।
এ বিষয়ে ঠিকাদার জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি উত্থাপিত অভিযোগগুলো শুনে মিটিংয়ে আছি, পরে কথা বলব বলে লাইন কেটে দেন।
Posted ৫:০৮ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta