মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(১৪ আগষ্ট) :: কক্সবাজারের ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উদযাপন সংক্রান্ত জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষিত হয়েছে। এ সংক্রান্ত প্রশাসনিক চিঠিতে কোন কোন প্রতিষ্ঠান প্রধান বিভ্রান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০১৭ পালন উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের সাধারণ শাখার পক্ষ থেকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ আগষ্ট উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনা দেয়া হয়।
উক্ত শাখার সহকারী কমিশনার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে জাতীয় কর্মসূচীর সাথে সমন্বয় রেখে উক্ত কর্মসূচী পালন করার নির্দেশনা দেয়া হয়। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ১৫ আগষ্টের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অপর একটি নির্দেশনা দেয়া হয়।
বিলম্বে প্রেরিত প্রথমোক্ত চিঠি কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পেলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তা যথাসময়ে পৌছায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
২য় দিবসের কর্মসূচীতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ ও নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেয়া হয়।
এদিকে এতদ এলাকায় জেলা প্রশাসন নির্দেশিত চিঠির পরিপ্রেক্ষিতে অনেক প্রতিষ্ঠান ১৪ আগষ্টের দিন উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, চৌফলদন্ডী সাগরমনি আদর্শ উচ্চ বিদ্যালয়, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, গোলজার বেগম দাখিল মাদ্রাসা, হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসা, মমতাজুল উলুম দাখিল মাদ্রাসা, নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা, উম্মেহানি (র.) দাখিল মাদ্রাসা, ইছাখালী দাখিল মাদ্রাসা, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান। আবার কোন কোন প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা পালন করেছে বলে খবর পাওয়া গেছে।
এর মধ্যে রয়েছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, নাপিতখালী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় ও মেহেরঘোনা শাহ জব্বারিয়া মাদ্রাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি প্রতিষ্ঠান প্রধানদের কাছে অনুরূপ নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
Posted ১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta