মো: রেজাউল করিম,ঈদগাঁও :: আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় নেতাকর্মীদের সাথে ফটোসেশনের মাধ্যমে সম্পর্ক দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করেছে ঈদগাঁও জালালাবাদ ইউনিয়নের এক যুবক।
তার এসব অভিনব প্রতারণায় সহযোগী হিসাবে কাজ করছিল একই এলাকার আরেক যুবক।
জানা যায়, তারা দুজনই প্রশাসনের সোর্স পরিচয় দিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতো। গাড়ি বেচা- বিক্রি, লাইসেন্স ইস্যু, নবায়ণ ইত্যাদি কাজের তারা কন্ট্রাক্ট নিতো।
মোটরসাইকেল, প্রাইভেট কার, গাড়ির লাইসেন্স, ড্রাইভারি লাইসেন্স, বিআরটিয়ের নানান সনদপত্র করে দেয়ার নামেও সাধারণ মানুষ থেকে টাকা নিয়ে প্রতারণা করতো।
গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করে নয়-ছয় বলে বিভিন্ন কাজে মাথায় হাত বুলিয়ে দিতো।
তারা দুজনই একেক জন একেক কায়দায় সাধারণ মানুষ ও প্রশাসনের সাথে প্রতারণার ফাঁদ বসিয়ে নিজেদের পকেট ভারী করার ধান্দায় থাকতো।
এসব প্রতারণার ব্যবসা আরো বড় করতে তাদের সিন্ডিকেটে যোগ করে রোহিঙ্গাদের। রোহিঙ্গাদের দিয়া কাজ করাতে আরো সহজ রাস্তা বেচে নেয় তারা।
গেল বছর আগে কুমিল্লা থেকে ফুফার মাধ্যমে একটি ড্রাম্প-ট্রাক চুরি করে এনে রামুতে বিক্রি করে দেন। পরে তাদের এসব অপকর্মের ঘটনা জেনে গেলে কড়া সমালোচনা সৃষ্টি হয় এলাকায়।
এর পরপররই আবু মুসা নামে আরেক ব্যক্তির মোটর সাইকেল চুরি করে।
এলাকায় জানাজানি হওয়ায় ১ লক্ষ টাকা দিয়ে ওই গাড়ি ফেরত আনতে হয়। এর পরেও তারা বসে থাকেনি । কয়েক দিনের ব্যবধানে হামিদুল হকের টমটম চুরি করে নিয়ে যায় এই সিন্ডিকেটের সদস্যরা।
তারা রোহিঙ্গাদের দিয়া এসব কাজ করালেও দুইজন নিয়মিত সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হুমকি ধামকি দিতো নিয়মিত।
তাদের এই ক্ষমতাকে আরো শক্তিশালী করতে ব্যানার ফেস্টুনে ছবি ছাপিয়ে বনে যায় যুবলীগ নেতা।
ব্যানার ফেস্টুনে উপজেলা যুবলীগের নেতা কর্মীদের ছবি দিয়ে তাদের বিভিন্ন শুভেচ্ছা বানীর পোস্টার ছড়িয়ে দেয়।
প্রশাসন ও যুবলীগের এই ক্ষমতা খাটিয়ে আরো বেপরোয়া হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব চালায়।
অপক্ষমতার মায়াজালে পড়ে অন্যায়ভাবে এক শিবির কর্মীকে কুপিয়ে গুরতর জখম করে হত্যা চেষ্টা চালায়। এ ঘটনার পরপরই তাদের বিরুদ্ধে বিভিন্ন চুরি ও হত্যা চেষ্টা মামলা দায়ের হয়।
৫ই আগষ্টের পরে যুবলীগ নেতার ভোল পালটিয়ে প্রশাসনের সোর্স পরিচয় দিয়ে পুরোদমে বাহিনী দিয়ে চালাচ্ছে বিভিন্ন অপকর্ম।
স্থানীয়দের দাবি, সিন্ডিকেটের সকল সদস্যকে আইনের আওতায় এনে সমাজের তথা জালালাবাদ ইউনিয়নের সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তাসহ সমাজের শান্তি- শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্প্রতি অপকর্ম ঢাকতে বিদেশে পাড়ি দিতে চায় এদের একজন। কিন্তু মামলা থাকার পরও পুলিশ ভেরিফিকেশনে পজিটিভ রিপোর্ট আসলে এটি ন্যাক্কারজনক একটি ঘটনা হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।
Posted ১১:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta