মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী বিলে ফসলি জমির টপ সয়েল কাটা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে একাধিক ক্সেভেটর ও ডজনাধিক ডাম্পার লাগিয়ে জনৈক এরশাদের জমি থেকে টপ সয়েল কাটা শুরু করে একই এলাকার মাটিখেকো সিন্ডিকেট।
জমির মালিক এরশাদ বলেন, এ সময় ৮০ শতক জমির টপ সয়েল কেটে গোটা জমিকে প্রায় পুকুরে পরিণত করা হয়েছে।
এলাকাবাসী জানান, কোমর সমান মাটি কেটে নেয়ায় এ জমিতে এ বছর হাল চাষ করা সম্ভব হবে না।
অভিযুক্ত কাউছার বলেন, এটা ভুল হয়ে গেছে। জমির মালিকের সাথে আপোষ মীমাংসার চলছে ৷
এ ব্যাপারে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন তিনি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ মছিউর রহমান বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ১:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta