মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(৮ সেপ্টেম্বর) :: কক্সবাজারের ঈদগাঁও তার ও টেলিফোন এক্সচেঞ্জের ময়লার ডিপো খ্যাত ডোবার পাড়ে এখন মনোরম ক্ষেত শোভা পাচ্ছে। দু’মাস আগেও এটি ছিল একটি ময়লার ভাগাড়। স্থানীয় কতিপয় যুবক ডিপোটিতে সবজি বাগানের উদ্যোগ নেন।
গেল রমজানের পর স্থানীয় মোবারক হোসেন, ওয়াহিদুর রহমান, শামসুল আলম, মিজানুর রহমান, নাছির উদ্দীন, মোহাম্মদ ইব্রাহিম, রমজানুল আলম, সাহাব উদ্দীন, উত্তম কুমার মল্লিক মিলে প্রায় ১০ হাজার টাকা ব্যয়ে ডিপোটি পরিচ্ছন্ন করার পর তাতে লাউ, ঢেঁড়শ ও সিমের বীজ রোপন করেন।
উক্ত কাজে বাজারের মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার ৩ হাজার টাকা ও হোটেল নিরিবিলি ৫শ টাকা অনুদান দেন।
ব্যয়কৃত টাকার বাকী টাকাগুলো উল্লেখিত যুবকরা চাঁদা হিসাবে দেন। প্রায় ৩ কড়া জমির উপর তারা এ সবজি বাগান গড়ে তুলেন। বাগান রক্ষার জন্য এক্সচেঞ্জের সীমানা প্রাচীরের উপর টিন, নেট ও টেংরার ব্যবস্থা করেন। সরেজমিন দেখা গেছে, বাগানে ফলন আসতে শুরু করেছে। উদ্যোক্তারা কিছু কিছু ফলন সংগ্রহ করে নিজেদের মধ্যে বিতরণ করেছেন।
অন্যতম উদ্যোক্তা মোবারক হোসেন জানান, এ পর্যন্ত ৭টি লাউ সংগৃহীত হয়েছে। ছোট বড় মাঝারি মিলে আরো ২০টির মত লাউ বাগানে রয়েছে। এছাড়া প্রায় ৩ কেজি পরিমাণ ঢেঁড়শ তোলা হয়েছে। সিম গাছ আস্তে আস্তে বড় হচ্ছে। কিছুদিনের মধ্যে তাতে ফলন আসবে।
তিনি জানান, টিএন্ডটি বোর্ডের মালিকানাধীন উক্ত জমিটিতে বছরের পর বছর স্থানীয় ব্যবসায়ী, হোটেল মালিক, হাসপাতাল কর্তৃপক্ষ, দোকানদার, বাসাবাড়ী ও স্থানীয় বাসিন্দারা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করেছিল।
টিএন্ডটি কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে যে যেভাবে পারে বর্জ্য ফেলে উক্ত এলাকাটি চলাচলের অযোগ্য করে তুলেছিল। কিন্তু অতিষ্ট এলাকাবাসীদের দূর্ভোগ লাঘবে কারো কোন চিন্তা ছিল না।
অবশেষে তারা কয়েকজন মিলে স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর তাতে সবজি বাগানের পরিকল্পনা করেন। উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ময়লা আবর্জনার এ ভাগাড়টি বর্তমানে মনোরম সবজি বাগানে পরিণত হয়েছে। ফলনও পাওয়া যাচ্ছে।
তিনি দুঃখের সাথে বলেন, স্থানীয় লোকজন সবজি বাগানে ফেলতে না পারায় বর্তমানে তার দক্ষিণ পাশের্^ প্রতিনিয়ত ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলে আবারো জন দূর্ভোগ সৃষ্টি করছে।
বাজারের বিভিন্ন হোটেলের ময়লা-আবর্জনা, পঁচা বাসি খাবার এবং মুরগির দোকানের বর্জ্য ফেলা হচেছ। তাদের বারণ করলেও কোন কাজ হচ্ছে না। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের ইতিবাচক মনোভাব দরকার বলে মনে করেন তিনি।
Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta