এম আবু হেনা সাগর, ঈদগাঁও(৮ জুন) :: নিজস্ব কলেজ পরিবহন ব্যবস্থা না থাকায় বৃহত্তর ঈদগাঁওর দুরবর্তী কলেজের শিক্ষার্থীরা নানা ভাবে বিপাকে পড়েছে। এমনকি সকাল বেলায় এসে ঈদগাঁও বাসষ্টেশনে জড়ো হয়ে দুরপাল্লার গাড়ির জন্য অপেক্ষা ও করতে হয়।
জানা যায়, জেলা সদরের গুরুত্ববহ বৃহত্তর ঈদগাঁও তথা সাত ইউনিয়নের পাড়া মহল্লার শিক্ষার্থীরা দূরবর্তী কলেজ তথা কক্সবাজার কলেজ, সিটি কলেজ, আইন কলেজ, হার্ভাট কলেজ, রামু কলেজ, ডুলাহাজারা কলেজ, চকরিয়া কলেজে প্রতিনিয়ত শিক্ষার্থীরা ভোগান্তি আর কষ্টকে উপেক্ষা করে শিক্ষা লাভের আশায় যাচ্ছেন।
এদিকে দুরদুরান্তের গ্রামাঞ্চল থেকে এসে প্রতিনিয়ত ঈদগাঁও বাসষ্টেশনে জমায়েত হয়ে সকালে কক্সবাজারমুখী যানবাহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। গাড়ি আসলে দশজন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩/৪জনকে গাড়িতে তুললেও বাকীদের দূর্ভোগ আর কষ্টের শেষ সীমা ছাড়িয়া যায়।
এ ভাবে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয় ঈদগাঁও এলাকার শিক্ষার্থীদেরকে। মাঝে মধ্যে দুরপাল্লার যানবাহন চালকরা যদি শিক্ষার্থীদের গাড়িতে তোলতে না চাইলে গাড়ি ভাংচুর সহ হাতাহাতির ঘটনা ও ঘটে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থীর মতে, আমরা অনেক কষ্টের বিনিময়ে কলেজে প্রতিনিয়ত আসা যাওয়া করি। আমাদের এত দুঃখ কষ্টের দেখার কেউ নেই।
তবে অভিজ্ঞ মহলের মতে, স্ব স্ব কলেজ কর্তৃক যদি শিক্ষার্থীদের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকতো তাহলে পাড়া মহল্লার শিক্ষার্থীদের এত দূর্ভোগ আর কষ্ট পোহাতে হতো না। তাই শিক্ষার্থীদের দিকে দৃষ্টি রেখে কলেজ পরিবহন ব্যবস্থা চালু করণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী ও জানান।
Posted ১:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta