মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেবের বিরুদ্ধে প্রকাশ্যে নালিশ করলেন ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম এমইউপি। ইউনিয়ন আওয়ামী লীগে বিভক্তি সৃষ্টির অভিযোগে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দের কাছে এ নালিশ করা হয়।
শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্য দান কালে সাইফুল এ ব্যাপারে জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। স্মরণ সভাটির আয়োজক ছিল ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ। যা অনুষ্ঠিত হয় ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে।
এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফোরকান আহমেদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মিজান সাঈদ এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল সহ সংশ্লিষ্টরা।
সাইফুল ইসলাম এমইউপি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, গত এক বছর পূর্বে সম্মেলন ও সরাসরি ভোটাভোটির মাধ্যমে তার ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে তিনি বিপুল ভোটে সভাপতি এবং হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এর আগে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা বক্তব্য শেষ করায় তার হস্তক্ষেপ কামনার ব্যাপারে কাউকে কোনো রূপ মন্তব্য করতে দেখা যায়নি।
আর মঞ্চের সামনে উপবিষ্ট অনেককে সাইফুলের এ বক্তব্য সমর্থন করতে দেখা যায়। পরে উপস্থিত সকলেই গণভোজে অংশ নিতে মিলনায়তন থেকে বেরিয়ে যান। শেষে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অবস্থান করলে সেখানেও এ বিষয়টি উঠে আসে। তবে জেলার এ নেতাকে তখনও কোনরূপ মন্তব্য করতে শোনা যায়নি।
এদিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রেসসচিব জানান, জেলার এ শীর্ষনেতা যেখানে সেখানে যান না। ধরে নিতে হবে তিনি যে অংশের অনুষ্ঠানে যোগ দেবেন সে অংশই মূল ধারার। তাই স্বভাবতই অন্য অংশ জেলা আওয়ামী লীগের সমর্থন পেতে পারে না।
তিনি যোগ করেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যদি অন্য অংশের অনুষ্ঠানে যোগ দেন। তখন বুঝতে হবে সে অংশই জেলা আওয়ামী লীগের আনুকুল্য পাবেন। ইসলামাবাদ ইউনিয়নের ক্ষেত্রে যেহেতু তিনি বিবদমান অন্য অংশের কোন অনুষ্ঠানে যোগ দেন নি। সেহেতু ধরা নিতে হবে ওই অংশের পক্ষে জেলা আওয়ামী লীগের কোন সমর্থন নেই।
তবে স্থানীয় সচেতন মহলের বক্তব্য, জেলা পর্যায়ের কোন কোন নেতা যেহেতু বিবদমান উভয় অংশের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সেহেতু কোন অংশটি আসল এবং কোন অংশটি আসল নয় তা পার্থক্য করা দুরূহ হয়ে পড়ছে। মাঝখানে সাধারণ নেতাকর্মীগণ কেবল বিভ্রান্ত হচ্ছেন।
চলতি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় শোক দিবস তথা ১৫ আগস্ট পালনকে কেন্দ্র করে ইসলামাবাদ এবং ঈদগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের দ্বিধা- দ্বন্দ্ব ও বিভক্তি প্রকাশ্যে এসেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ দুই ইউনিয়নে আলাদা ব্যানারে নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভেদে জড়িয়ে পড়া নেতা কর্মীরা।
গ্রুপিংয়ের প্রমাণ হিসেবে বলা যায়, ১৯ আগস্ট ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন পরিষদের ব্যানারে বাস স্টেশনের
ইসলামী ব্যাংক চত্বরে আলোচনা ও স্থানীয় এক নেতার বাড়িতে গণভোজের আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আহমদ করিম সিকদারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফোরকান আহমেদ।
অপরদিকে ২৪ আগস্ট স্থানীয় একটি ক্লাবে ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেলের ব্যবস্থাপনায় অনুরুপ শোক দিবস পালন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথি ছিলেন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ক্ষেত্রেও।
২৫ আগস্ট ইউনিয়নের খোদাইবাড়ীতে ইসলামাবাদ তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে গণভোজসহ ১৫ আগস্ট উদযাপন করা হয়। এর আহবায়ক ছিলেন সেলিম বাবুল। তিনি স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সদস্য সচিব ছিলেন ফরিদুল আলম। যিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসাবে পরিচিত। ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ এতে উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এর পরের দিন বৃহৎ পরিসরে নানান কর্মসূচি পালন করা হয়। স্থানীয় জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয় মাঠে চারটি গরু জবাই করে গণভোজ সম্পন্ন করা হয়। এতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
Posted ১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
coxbangla.com | Chanchal Chy