শাহিদ মোস্তফা শাহিদ,সদর(১৬ জানুয়ারী) :: কক্সসবাজার সদরের শিল্প ইউনিয়ন ইসলামপুরে মরহুম নুরুল হক চেয়ারম্যান স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত ব্যাট মিন্টন টূর্ণামেন্টে ইসলামপুর যুবলীগকে ২-০ সেটে হারিয়ে শিরোপা জয় করে নিয়েছে বৃহত্তর ঈদগাঁও কমিউনিটি পুলিশিং দল।
১৫ জানুয়ারী রাত ৯টায় স্থানীয় বটতলী মাঠে আয়োজিত ফাইন্যাল ম্যাচে অংশ নেয় এ দুটি দল।
এদিন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। মরহুম নুরুল হক চেয়ারম্যানের পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলমের সভাপতিত্বে সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ইসলামপুর মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনজুর দাদা।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর অফিসার এএসআই মহিউদ্দীন, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দীন, ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদুল কায়েম ডিসেন্ট, ইসলামপুর কমিউনিটি পুলিশের সভাপতি ওসমান গণি, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ওসমান আলী মোর্শেদ, যুগ্ম আহবায়ক আবছার কামাল, কমিউনিটি পুলিশ নেতা আমানুল হকসহ শত শত দর্শক।
জানা যায়, প্রতিবছরের ন্যায় এবছরও ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাট মিন্টনের আয়োজন করে থাকে মরহুম নুরুল হক স্মৃতি পরিষদ।
Posted ৯:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta