মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(৮ আগস্ট) :: কক্সবাজার ঈদগাঁও বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখস্থ সড়কের অভিভাবক মিলেছে। সংশ্লিষ্ট অভিভাবকরা সড়ক সংস্কারের কার্যক্রম চালাচ্ছেন।
স্থানীয় ও জাতীয় দৈনিক এবং অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্টদের টনক নড়েছে। দীর্ঘদিন অবহেলিত থাকলেও এখন সড়কের উন্নয়নে নানা মহল এগিয়ে এসেছেন।
তাদের যৌথ প্রচেষ্টায় উন্নয়ন ও সংস্কার কাজ প্রায় সমাপ্তির পথে। সংস্কার ও উন্নয়ন কাজে যুগপথভাবে এগিয়ে এসেছে বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ, মসজিদ পরিচালনা কমিটি, জালালাবাদ ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, হোটেল নিউস্টারের শাপলা চত্বর থেকে উত্তর পাশের ইউনুছ শপিং মল পর্যন্ত সড়কটি দীর্ঘদিন অযতœ অবহেলায় পড়ে রয়েছিল। সামান্য বৃষ্টি হলেই চতুর্দিকের পানি এসে সড়কটি হাটু পানিতে নিমজ্জিত হতো। উভয় পাশের্ দোকান পাটের চেয়ে এ সড়কের অবস্থান অনেক নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে সয়লাব হয়ে উঠতো।
এতে কেন্দ্রীয় মসজিদের নিয়মিত মুসল্লী, বাজারে আগত লোকজন, সংশ্লিষ্ট দোকানদার ও ব্যবসায়ীদের মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছিল।
জনগুরুত্বপূর্ণ এ সড়কটি ঈদগাঁও বাজারের ঐতিহ্যবাহী ও পুরনো উপ সড়ক। বাজারের প্রধান সড়ক ডিসি রোড, মাছ বাজার সড়ক, চাউল বাজার সড়ক, সরকারী হাসপাতাল সড়কসহ অন্যান্য সড়ক-উপসড়কের বিভিন্ন সময় উন্নয়ন ও সংস্কার হলেও এ সড়কটি দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।
অবশেষে সড়কের দূরবস্থা দূরীকরণে এগিয়ে এসেছে উপরোক্ত মহল। গতরাতে সংস্কার কাজ তদারক করতে আসা জালালাবাদ ১নং ওয়ার্ডের মেম্বার মোক্তার আহমদ এবং সৌখিন টেইলার্সের স্বত্ত্বাধিকারী নুরুল আবছারের সাথে কথা হয় এ প্রতিবেদকের।
তাঁরা জানান, সড়কটির প্রয়োজনীয় উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালানো হচ্ছে। উপরোক্ত মহলগুলো প্রয়োজনীয় অর্থ খরচের মাধ্যমে সড়কের ইট খোলে তাতে বালি দিয়ে আগের চেয়ে উঁচু করছেন। গত পরশু থেকে ১৬ জন শ্রমিক এ কাজে নিয়োজিত রয়েছেন। তারা মাগরিবের পর থেকে পরদিন সকাল ৮ টা পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ চালাচ্ছেন। দিনের বেলায় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকায় তাতে ক্রেতা সমাগমের কারণে কাজ করা সম্ভব নয় বিধায রাতকেই তারা কাজ চালানোর উপযুক্ত সময় হিসাবে বেঁছে নিয়েছেন।
জানতে চাইলে কর্মরত এক শ্রমিক জানান, সড়কে নতুন কোন ইট ব্যবহার করা হচ্ছে না। আগের ইটই নতুন ভাবে বসানো হবে। তবে পুরনো ইটগুলো খোলে তাতে বালি বসানো হচ্ছে।
মনে রেখ স্বত্ত্বাধিকারী আবদুর রহমান জানান, স্থানীয় ব্যবসায়ীরা প্রাথমিকভাবে এ উদ্যোগ নিয়ে বাজারের ডিসি রোডস্থ শাপলা চত্বর থেকে উত্তরে ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিকের মালিকানাধীন ঈদগাঁও ফোম হাউস পর্যন্ত পুরো সড়কটি সংস্কারের আওতায় আনা হয়েছে। আজকালের মধ্যে এ কাজ শেষ হলে বাজারবাসী বাড়তি সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, এ সড়ককে ঘিরে বাজারের একাধিক অভিজাত শপিং মল ও দোকান পাট রয়েছে। উল্লেখযোগ্য দোকান পাট হচ্ছে মনে রেখ, এনাম প্লাস, রায়হান টেইলার্স, জামাল ক্লথ স্টোর, প্যান্ট গার্ডেন টেইলার্স, অনিকা ফ্যাশন, ইউনুছ শপিং মল, শাড়ি বাজার প্রমুখ।
আরো রয়েছে জালালাবাদ ইউনিয়ন নিকাহ ও কাজী অফিস। সড়কের দক্ষিণ প্রান্তে রয়েছে আলমাছ লাইব্রেরী, এম. ইসলাম গার্মেন্টস, শরমী ওয়াচ সার্ভিস, আলম স্টোর, আমিন ক্লথ স্টোর, মডেল গার্মেন্টস, মনজুর প্লাস, আল হেরাম গার্মেন্টস, শাহ আমানত গার্মেন্টস, রবিন গার্মেন্টস,হাজী মমতাজ আহমদ, মাওলানা সিরাজ উদ্দীনের মশারি ও নেট বিক্রির দোকান, মায়াবি ফ্যাশন, ফোম হাউজসহ অনেক দোকানপাট রয়েছে।
Posted ১২:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta