মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের অন্যতম বৃহত্তম বাণিজ্য কেন্দ্র ঈদগাঁও বাজারে অবৈধ স্থাপনা বিরোধী অভিযান চলেছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর একটা থেকে কয়েক ঘন্টা ব্যাপী এ অভিযান চলে।
প্রধান সড়ক ডিসি রুট সহ অন্যান্য সড়ক, উপসড়ক, অলিগলি এবং অভ্যন্তরীণ বাজার কে যানজট মুক্ত করতে অভিযানটি চালানো হয়।
প্রধান সড়ক থেকে অভিযানটি শুরু হয়। যা মাছ বাজার, মরিচ বাজার, তরকারি বাজার, পশ্চিম গলি, পুরাতন পাইপ বাজার, ভূমি অফিস সংলগ্ন এলাকা এবং তেলিপাড়া সড়কের মাথা পর্যন্ত বিস্তৃত হয়।
বাজারে লোক চলাচল স্বাভাবিক ও যানবাহন ব্যবহার নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রশাসন অভিযানের সিদ্ধান্ত নেয়।
উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির গত সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছিল।
ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্বে প্রশাসনের উদ্যোগে বাজারে একাধিকবার মাইকিং করে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়। কিন্তু প্রশাসনের একথা কেউ কর্ণপাত করেনি।
তাই আজকে প্রশাসন অবশেষে মাঠে নামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তারসহ উপজেলা প্রশাসন সংশ্লিস্টরা এ অভিযানে অংশ নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়নের বাজার সংলগ্ন ১ নম্বর ওয়ার্ড মেম্বার নুরুল হুদা, একই ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল আলম, বাজার ইজারাদার রমজানুল আলম কোম্পানি, ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম শাহীন, হাবিব আজাদ, মাহাথির আনাসসহ উপজেলা প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, বাজারের সড়কের ফুটপাত অবৈধভাবে দখলের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি যারা সড়কের অংশবিশেষ দখল করে ব্যবসা চালাচ্ছে এবং যারা নিজ নিজ দোকানের সামনে সড়কের ফুটপাত দখলে নিয়েছে তাদেরকে ফুটপাত অবমুক্ত করার নির্দেশনা দেন।
অভিযানকালে সরেজমিন দেখা যায়, যে সকল ব্যবসায়ীরা রাস্তার উপর পসরা সাজিয়ে বেচাকেনা করছে তাদেরকে তা সরিয়ে নিতে বাধ্য করা হয়।
অনেকে অভিযানের খবর পাওয়া মাত্র তাদের মালামাল গুটিয়ে নেয়। বেশ কিছু দোকানপাটের মালিককে উধাও হতে দেখা যায়।
Posted ৯:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta