এম আবু হেনা সাগর,ঈদগাঁও(১৭ মে) :: জেলা সদরের বহুল আলোচিত বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের জালালাবাদ অংশে মূল ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঝুপড়ি দোকান গুলোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জালালাবাদ ইউনিয়ন পরিষদ।
জানা যায়, ১৭ মে দুপুর থেকে এ অভিযানটি ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে ঈদগাঁও বাজারের মাছ বাজার তরকারী বাজার, পশ্চিম গলি ও নিউ মার্কেটের সামনে হতে প্রায় শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ করেন। এসময় সাথে ছিলেন পরিষদের অপরাপর ইউপি সদস্য, গ্রাম্য পুলিশ ও তদন্ত কেন্দ্রের পুলিশ দল।
এ অভিযানের ফলে বাজারের উপসড়কের গলি সমূহে ছোট বড় যানবাহন অনায়াসে চলাচল করতে পারবে। এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছে সচেতন বাজারবাসী।
Posted ৮:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta