মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(২৭ আগষ্ট) :: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহাসড়ক ও বাজারকে যানজটমুক্ত করতে অবৈধ যানবাহন জব্দ করেছে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ।
২৭ আগষ্ট সন্ধ্যায় বাসস্টেশনে এ অভিযানের পর সড়কের পরিস্থিতি সম্পূর্ণ যানজটমুক্ত হয়। এসময় অনুমোদনহীন ও অবৈধ ৪টি যানবাহন জব্দ করা হয়।
জব্দকৃত গাড়ীর মধ্যে রয়েছে ২টি মাহিন্দ্রা ও ২টি টমটম। তবে এসব যানবাহনের কেউ আটক হয়নি। গাড়ী জব্দের সত্যতা নিশ্চিত করেছেন তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান।
এ ঘটনায় মোটর আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান অভিযানে যাওয়া তদন্ত কেন্দ্র এএসআই মো. শাহজালাল।
উল্লেখ্য, মহাসড়কে টমটম ও মাহিন্দ্রা চলাচল প্রশাসন নিষিদ্ধ করলেও এক শ্রেণির চালক উক্ত যানবাহনে এখনো যাত্রী পরিবহন করে যাচ্ছে। এতে সড়কে বৃদ্ধি পাচ্ছে যানজট।
তাছাড়া ঈদের মৌসুম হওয়ায় বৃহত্তর ঈদগাঁও এলাকা থেকে প্রতিনিয়ত লোকজন বাজারে আসছেন। যানজটের কারণে আগত লোকদের বিরক্তি ও মূল্যবান সময়ের অপচয় হতো।
Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta