মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(২৪ আগষ্ট) :: কক্সবাজার ঈদগাঁওতে বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত কালো ব্যাচ ধারণ কর্মসূচী পালিত হচ্ছে। বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে স্কুল চলাকালীন খাতা মূল্যায়ন কালে শ্রেণিকক্ষে গণ ধর্ষণের প্রতিবাদে সমগ্র দেশব্যাপী সমিতি উক্ত কর্মসূচীর ডাক দেয়।
২৩ আগষ্ট থেকে শুরু হয়ে ২৬ আগষ্ট পর্যন্ত শিক্ষকদের এ কালো ব্যাচ ধারণ কর্মসূচী অব্যাহত থাকবে। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচী পালন করছে বৃহত্তর ঈদগাঁওর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়।
স্কুল চলাকালে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা কালো ব্যাচ পরে উক্ত জঘন্য অপকর্মের মূল হোতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে কর্মসূচী পালনকারী সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে রয়েছেন বদিউর রহমান, মোহাম্মদ আবু তাহের, মিসেস শাহেদা আক্তার, মিসেস হালিমা মুনতাসির আশরাফী, মিস ফাতেমা ইয়াছমিন মুন্নি, মিসেস তাহমিনা আক্তার, অধীর চন্দ্র দে, মোহাম্মদ শফিউল আলম, মিসেস ফারজানা আক্তার পিংকী, মিস সুপ্রিয়া শর্মা ও রতন কান্তি দে প্রমুখ।
কর্মসূচী পালনকারীরা জানান, সমিতির কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী আহুত এ কর্মসূচী তারা ২৬ আগষ্ট পর্যন্ত অব্যাহত রাখবেন।
কেন্দ্র ঘোষিত অন্য কর্মসূচীতে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক লিপি পেশ।
Posted ২:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta