মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(২২ ডিসেম্বর) :: কক্সবাজার সদরের ঈদগাও পুলিশের অভিযানে ডাকাতি ও অস্ত্র মামলার এক আসামী গ্রেফতার হয়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়ায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও পুলিশের এএসআই নছিম এবং মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এক সময়কার ডাকাতি, অস্ত্রসহ ডজন মামলার আসামী ইউনিয়নের কালির ছড়ার উত্তর পাড়ার মৃত কালু মিয়া ছেলে জাহাঙ্গীর আলম প্রকাশ পুতুইক্কা ডাকাতকে নিজ বাড়ী থেকে আটক করে।এলাকাবাসী তার গ্রেফতারের সংবাদে স্বস্তি প্রকাশ করেন।
ঈদগাঁও পুলিশের আইসি পরিদর্শক মিনহাজ মাহমুদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতের বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও অস্ত্র মামলা ছিল।এলাকার আইন শৃংখলার স্বার্থে তাকে আটক করা হয়।
Posted ১:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta