মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৮ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত চেতনা এবং নেতৃত্ব গুণের বিকাশ ঘটায়। পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যমিক কার্যক্রমের নিয়মিত অনুশীলনের উপর তিনি জোর দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।
অনুপ্রেরণা জুগিয়ে, স্বপ্ন দেখিয়ে তারা শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।
ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা কামরুল হক চৌধুরী এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন এবং খেলাধুলা ও পড়াশোনার সার্বিক খোঁজ-খবর নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল হকের নেতৃত্বে ও শিক্ষকবৃন্দের সহযোগিতায় এ প্রতিযোগিতা সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হচ্ছে বলে জানান উপস্থিত অভিভাবকবৃন্দ।
শহীদ আবু সাঈদ হাউজ, শহীদ মীর মুগ্ধ হাউজ, শহীদ ওয়াসিম আকরাম হাউজ এবং শহীদ নুরুল মোস্তফা হাউজ এ চারটি হাউজে শিক্ষার্থীদেরকে বিভক্ত করে প্রতিযোগিতা চলছে।
উদ্বোধনী দিনে ২৮টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
Posted ১:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta