মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাহ ইন্টারন্যাশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মিলনায়তনে সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আমান উল্লাহ ফরাজী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সদ্য অবসরপ্রাপ্ত সুপার শামসুল আহসান, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, ইসলামী ব্যাংক কর্মকর্তা ছৈয়দুল হক।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ কমিটির সাবেক জেনারেল সেক্রেটারি সাংবাদিক মোঃ রেজাউল করিম, বীমা ব্যক্তিত্ব মিজানুর রহমান মিজান।
বিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোস্তফা কামাল সাদেকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বর্তমান এক্সিকিউটিভ আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন, নূর মোহাম্মদ, ব্যাংক কর্মকর্তা ফরিদুল আলম, মাস্টার মনছুর আলম, শিক্ষক সেলিম উল্লাহ ওয়াহেদী, মাস্টার মোহাম্মদ আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রশিদ মিয়া, আবু তাহের খানসহ অনেকে।
আপ্যায়ন পর্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইসলামাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হারুন অর রশিদ, এক্সিকিউটিভ কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রমজান আলী, নূর মোহাম্মদ, হাফেজ আবছার কামাল, সুপার এমদাদুল হক, শিক্ষক শওকত ওসমান, মোবারক উল্লাহ প্রমুখ।
শিক্ষকদের মধ্যে অংশ নেন মাস্টার ফরিদুল আলম, তৌহিদা পারভীন, ইসমাত জাহান মিলি, টিপু দে, রিফাত উদ্দিন, নুর আয়েশা সিদ্দিকা, উম্মে কুলসুমসহ অভিভাবক- অভিভাবিকারা।
শেষে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ১:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta