কামাল শিশির,রামু(৮ আগষ্ট) :: কক্সবাজার রামুর ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে ৮ আগষ্ট করলিয়ামুরা মাঠ প্রাঙ্গনে বিকাল ৪টায় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৭ এর শুভ উদ্ভোধন হয়েছে। এতে স্বাগতিক ঈদগড়সহ বহিরাগত মোট ৮টি দল অংশ গ্রহণ করেন।
উদ্ভোধনী খেলায় স্বাগতিক ঈদগড় ৬-০ গোলে ঈদগাঁও হাজি পাড়াকে পরাজিত করে। খেলায় স্বাগতিক ঈদগড়ের খেলোয়াড় সাদ্দাম হোসেন হ্যাট্রিক সহ ৪টি, দলিয় অধিনায়ক বাবলু ১টি এবং বহিরাগত খেলোয়াড় মেসি ১টি করে গোল করেন।পবিত্র কোরআন তেলোয়াত পাঠের মধ্য দিয়ে খেলা শুরু হয়।
এসময় বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো ।
বিশেষ অতিথি ছিলেন ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, রামু থানা এ এস আই মোর্শেদ আলম,আইসি আবুল হাসেম, প্রধান শিক্ষক বাবু মতিলাল সিকদার , ৯ নং ওর্য়াড় ইউপি সদস্য মো: শাহজাহান,সমাজ সেবক নুরুল আলম সোনা মিয়া , সাংবাদিক কামাল শিশির,আবদুল হামিদ, আবদু রশিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের সাবেক সভাপতি মো: কাউসার আলম তুহিন, বর্তমান সভাপতি নুুরুল আব্ছার, দৈনিক ইনফো বাংলার রামু প্রতিনিধি মাসেদুল হক আরমান সহ সংসদের অন্যান্য সদস্যরা। রেফারীর দায়িত্ব পালন করেন মো: ছৈয়দ করিম।
ধারাভাষ্যে ছিলেন ইউনিয়ন যুবলীগ প্রচার সম্পাদক ইব্রাহীম খলিল। হাজারো দর্শক উক্ত উদ্ভোধনী খেলাটি উপভোগ করেন।
Posted ১১:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta