কামাল শিশির,ঈদগড়(২৮ মে) :: কক্সবাজার রামু উপজেলার বৃহত্তর ঈদগড়ে ভেজাল বিরোধী অভিযান খুবই জরুরী হয়ে পড়েছে । হাটবাজার গুলো ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে । ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করে বেশ লাভবান হলেও ঠকছে প্রতিনিয়ত ক্রেতারা ।
সরজমিন পরিদর্শনে দেখা যায় , ঈদগড়ের কিছু কিছু দোকানে নানা ধরনের বিস্কুট ,চকলেট ,ফলের রস ,আচার , চানাচুর , মিষ্টি , পাউরুটি , সেমাই , তেল , নুডলস , গুড়ো দুধ , মরিচ , হলুদের গুড়া , ডাল , ঘি , আটা ,ময়দা , চিনি , লবন ও কসমেটিকসের দোকানে সাবান , ফেসওয়াস , ত্বক ফর্সা করার ক্রিম , পাউডার , নিল পালিশ সহ হরেক রকম নকল পণ্য বিক্রি হচ্ছে দেদারছে । অনেক ঔষুধের দোকানিরা নিম্মমানের নকল ঔষুধ বিক্রি করছে ।
এছাড়া মাছ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ফরমালিন মিশ্রিত ও পঁচা মাছ বিক্রি করছে । এমনকি ওজনেও কম দিচ্ছে ।
সম্প্রতি ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো অভিযান চালিয়ে অনেক পঁচা মাছ নদীতে ফেলে দেয় এবং ওজনে কম দেওয়া সীল জব্দ করে ।
অপরদিকে বাজারসহ এলাকার হোটেল গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজের পাশাপাশি বাসী খাবার বিক্রি হচ্ছে দেদারছে।দীর্ঘ দিন ধরে বাজারে নেই ভেজাল বিরোধী অভিযান । ফলে ব্যবসায়ীরা বর্তমানে বেপরোয়া হয়ে পড়েছে ।
অপরদিকে ক্রেতারা নানা সমস্যায় ভোগছে । আর এসব দেখার কেউ নেই । তাই সত্বর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ।
এ ব্যাপারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজান আলী জানান, বিষয়টি তিনি অবগত আছেন শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে এবং এ ব্যাপারে চেয়ারম্যানও অভিযোগ দেন ।
Posted ১২:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta