কামাল শিশির,ঈদগড়(৬ জানুয়ারী) :: কক্সবাজার রামুর ঈদগড়ে জেলা পরিষদ কতৃক মসজিদ ও গোপাটের জায়গা দখলের অভিযোগ উঠেছে ।
৬ জানুয়ারী বিকালে ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো অভিযোগ করে জানান কক্সবাজার জেলা পরিষদ কতৃক ঈদগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগড় বাজারস্থ তেলীপাড়া সংলগ্ন গোপাট দখল করে নেয় । বর্তমানে উক্ত জায়গায় দোকান নির্মাণ করা হচ্ছে।
তিনি আরো জানান ১৫ফুট যেখানে গোপাট রাখার কথা সেখানে মাত্র ৪ফুট গোপাট রাখা হয়েছে এবং মসজিদের বিশাল জায়গাও জেলা পরিষদ দখলে নেয়। এ নিয়ে মুসল্লিদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।
অপরদিকে গোপাটের জায়গা ও মসজিদের জায়গা উদ্ধারের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট মহলের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ।
Posted ৯:১৬ অপরাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta