কামাল শিশির,ঈদগড়(১৫ মে) :: পবিত্র রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর হয়ে উঠেছে ঈদগড়ে। দিন দিন বেড়েই চলছে চাল, ডাল, ছোলা, মাছ, মাংস, সবজি, মসল্লাসহ নিত্যপণ্যের মূল্য।
এ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিবছর রমজানে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ নাগরিকদের জীবন-জীবিকা দূর্বিসহ করে তুললেও কালেভদ্রে ঐ সিন্ডিকেটের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয় না।
এতে নিম্ন আয়ের সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া গরীব, অসহায় মানুষকে পরিবার-পরিজন নিয়ে কঠিন অবস্থায় দিনাতিপাত করতে হয়। পবিত্র রমজান মাসে এ অবস্থা অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি ব্যাপক হারে বেড়ে যাবে।
তাই অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে এখন থেকেই বাজার মনিটরিংসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
Posted ৪:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta