কামাল শিশির,ঈদগড়(১৪ জানুয়ারী) :: কক্সবাজার রামুর ঈদগড়ে ১৩ জানুয়ারী দুপুর ১২টায় ঈদগড় হাইস্কুল মাঠে ঈদগড় ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বিশাল সমাবেশে বক্তারা বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার নারীদের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। নারী উন্নয়ন নীতিমালা প্রণয়নকল্পে নারীর মর্যাদা বৃদ্ধি করেছে।
এই সরকার নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের সর্বস্তরের নারীরা আজ মর্যাদাবান। নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করার আহবান জানানো হয়।
ঈদগড় ইউনিয়ন যুবলীগ প্রচার সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় দিনব্যাপী মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক।
মহিলা আওয়ামী লীগ ঈদগড় ইউনিয়ন শাখা আয়োজিত মহিলা সমাবেশে বক্তারা আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের উন্নয়নের পাশাপাশি নারীদের উন্নয়নও হয়েছে এ সরকারের সময়ে। সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। বিশে^র দরবারে মাথা উঁচু করে দাড়ানোর জন্য বাঙ্গালীদের হয়ে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা। স্থানীয় মহিলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, ঈদগাঁও আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী, সাধারণ সম্পাদক হাজী নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল শিশির, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, কক্সবাজার পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা আক্তার পাখি, রেবেকা সুলতানা আইরীন, রামু উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা ইসলাম নেভী, সাধারণ সম্পাদক কুলসুম আক্তার, আল মর্জিনা, কক্সবাজার পৌরসভা ১২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি সালেহা আক্তার আখি, রামু উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মমতাজ আহমদ, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহজাহান মনির, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কক্সবাজার জেলার সভাপতি ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ডাঃ আয়ুব তাহের, যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির প্রমুখ। সভায় প্রধান ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন ঈদগড় ইউনিয়ন, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে আনোয়ারা বেগমকে সভাপতি ও মাহমুদা বেগমকে সাধারণ সম্পাদক করে ঈদগড় মহিলা আওয়ামী লীগের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক শীতার্থ নারীদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বেদার মিয়া, যুবলীগ কর্মী মাসেদুল হক আরমানসহ হাজার হাজার মহিলা আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta