কামাল শিশির,ঈদগড়(২৭ মে) :: কক্সবাজার রামুর ঈদগড়ে সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার গরীব অসহায় ২শত লোককে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
২৭মে আচরের নামাজের পর ঈদগড় বাজার ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।
ঈদগড় পরিচালনা কমিঠির সদস্য মনিরুজ্জামান মেম্বার ,মাওলানা ছৈয়দুল আলম, দেলোয়ারের নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ,রামু থানা এএস আই মোর্শেদ আলম, আই সি আবুল হাসেম,সাংবাদিক কামাল শিশির, নুরুল হুদা,বনি আমিন,মনিরুল ইসলাম মনির, মোঃ হোসেন, মাওঃ ছৈয়দুল হক,হাজ্বি মমতাজ, আবু তাহের ,মাষ্টার শহিদুল ইসলাম প্রমুখ ।
এসময় ইফতার সামগ্রী পাওয়া হত দরদ্রি লোক গুলো সৌদি প্রবাসী দরীদ্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দদের দীর্ঘায়ু কামনা করেন ।
Posted ১১:২১ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta