কামাল শিশির, রামু(১১ সেপ্টেম্বর) :: কক্সবাজার রামুর ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কটিতে যানজট বেড়েই চলছে এবং সড়ক দখল করে হাটবাজার,বাসষ্টেশন গড়ে উঠা ও যাত্রী ছাউনি না থাকা এবং অনুমোদনহীন যাত্রীবাহি পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
১১ সেপ্টেম্বর সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ঈদগড়-বাইশারী সড়কের ঈদগড় বাজার থেকে ঈদগড় হাইস্কুল পর্যন্ত প্রায় ১কিলোমিটার সড়কে যানজট নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। ঈদগড়-ঈদগাঁও- বাইশারী সড়কটিতে গাড়ি অবস্থানের কোন ব্যবস্থা নেই। এই কারণে সড়কের উপর গাড়ি গুলো অবস্থান নিচ্ছে। সড়কটির বিভিন্ন জায়গায় হাট বসে। নির্দিষ্ট জায়গা ছাড়াও সড়ক দখল করে সাপ্তাহে ২দিন করে হাট বসে।
সড়কটির উপর সাপ্তাহে ২দিন হাট বসায় প্রত্যেকটি হাটের সঙ্গে গড়ে উঠেছে স্থায়ী অস্থায়ী স্টেশন।এছাড়া ঈদগড় বাজারের মোড়ে রাস্তার দু’পাশে টমটম স্টেশন গড়ে উঠায় হাটের দিন যাত্রীদের দূর্ভোগ অসহনীয় হয়ে উঠেছে।
প্রবীন সাংবাদিক এম নুরুল আলম ফেরদৌসী জানান,সড়কের উপর হাট বসা এবং বাসষ্টেশন গড়ে উঠায় মানুষের দূর্ভোগ হয়। হাট কর্তৃপক্ষ, বাজার সমিতি, বাস মালিক সমিতি যানজট নিরসনে উদ্যোগ নিলে যানজট মুক্ত হতে পারে। পাশাপাশি জন দুর্ভোগ কমে যাবে ।
Posted ১:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta