কামাল শিশির,ঈদগড়(৩১ ডিসেম্বর) :: কক্সবাজার রামুর ঈদগড় বদরমোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসায় ২০১৭ শিক্ষাবর্ষে তথা ৩০ডিসেম্বর ঘোষিত ফলাফলে জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা) ও ইএসপি (ইবতেদায়ী সমাপনী পরীক্ষায়) শতভাগ পাশ করেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, উক্ত মাদ্রাসা হতে জেডিসি পরীক্ষায় ৪৪জন এবং ইএসপি পরীক্ষায় ৭৩জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করে।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা এম নুরুল আলম ফেরদৌসী ও সুপার মাওলানা সিরাজুল ইসলাম জানান, অত্র মাদ্রাসা হতে বিগত ৮/১০বছর ধরে জেডিসি ও ইএসপিতে ২/৪জন এপ্লাস সহ শতভাগ সাফল্য অব্যাহত রয়েছে।
তবে বর্তমানে অত্র মাদ্রাসায় ক্লাসরুম সংকট ও একজন ক্রীড়া শিক্ষকের পদ শূন্য রয়েছে।
উক্ত সমস্যা নিরসনে মাদ্রাসা কতৃপক্ষ সবার সহযোগিতা কামনা করছেন ।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta