কামাল শিশির,ঈদগড়(২০ জানুয়ারি) :: দেশ ও দশের সেবা করার মন মানসিকতা নিয়ে ২০১৫সালের ১৫জুন কক্সবাজার রামুর ঈদগড়ে গঠিত হয় ছাত্রদের সংগঠন ঈদগড় স্টুডেন্ট পাওয়ার ক্লাব ।
ছাত্র শাহাদাত হোসাইন বাবু,সাদেক মিয়া,নুরুল হুদা নিশাদের প্রতিষ্ঠিত উক্ত ক্লাবে বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে ২০জন ।
ক্লাবের বর্তমান সভাপতি শাহাদত হোসাইন বাবু জানান,ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে তাহারা ঈদগড়ের বিভিন্ন জায়গায় সড়ক মেরামত,অসহায় জনগনকে আর্থিক সহায়তা প্রদান,মাদকের বিরুদ্ধে অভিযান,যৌতুকের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন,বাল্য বিবাহ প্রতিরোধ , গরীব-অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান ,সম্প্রতি রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ,শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ,কলেজ ছাত্র-ছাত্রীদের পরিবহন খাতে যাতীয় সুবিধা প্রদান ও সমাজ বিরোধী নানা কার্যকলাপ প্রতিরোধসহ আরো নানা উন্ন্য়ন মূলক কমৃসূচি পালন করেন ।
বর্তমানে ক্লাবটির সুনাম এলাকার সর্বত্রে ছড়িয়ে পড়ছে ।
Posted ১২:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta