কক্সবাংলা ডটকম(২৮ জুন) :: ঈদুল ফিতরের ছুটি শেষে আজ বুধবার বসছে বাজেট অধিবেশন। বিকেল সাড়ে ৩টায় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন বসবে।
এদিন ২০১৭-১৮ অর্থবছরের অর্থ বিল পাস হওয়ার কথা রয়েছে। আগামীকাল বুধবার পাস হবে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক, বিভিন্ন পণ্যে ১৫ শতাংশ ভ্যাটের বিষয়গুলোর ভবিষ্যৎ কী হবে- তা স্পষ্ট হতে পারে আজ।
আজ জেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধদলীয় নেত্রী রওশন এরশাদ।
গত ১ জুন ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ হাজার কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রস্তাবিত বাজেটে নতুন ভ্যাট আইন ১ জুলাই থেকে কার্যকর এবং ভ্যাটের হার ১৫ শতাংশ নির্ধারিত করা হয়েছে। সেই সঙ্গে সেই সঙ্গে বছরের যে কোনো সময় ব্যাংক হিসাবে ১ লাখ টাকার বেশি স্থিতি থাকলে আবগারি শুল্ক বিদ্যমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করার কথা বলা হয়েছে। আর এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
Posted ১:০৭ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta