কক্সবাংলা ডটকম(১৬ জুলাই) :: অল ইংল্যান্ড ক্লাবে ইতিহাস গড়লেন রজার ফেডেরার৷মারিন চিলিচকে স্ট্রেট সেটে (৬-৩,৬-১,৬-৪) হারিয়ে ওপেন যুগে প্রথম খেলোয়াড় হিসেবে অষ্টমবার উইম্বলডন জিতলেন ফেডএক্স৷টপকে গেলেন পিট সাম্প্রাসের সাতটির রেকর্ড৷
সেই সঙ্গে এদিন ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অন্যন নজির গড়লেন সর্বকালের সেরা টেনিস তারকা৷একই সঙ্গে ৪১ বছর আগে বিয়ন বর্গের রেকর্ড ছুঁলেন ‘সুইস মায়েস্ত্রো’
পাঁচ বছর পর ফের ঘাসের কোর্টে রাজা রজার৷২০১২-তে শেষবার অল ইংল্যান্ড ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছিল ফেডেরার৷তার পর দু’বার ফাইনালে উঠলে ট্রফি হাতে আসেনি৷গত বছর চোটের জন্য অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে নামেননি রজার৷
কিন্তু এবার মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া ওপেন জিতে প্রিয় ঘাসের কোর্টে সাম্প্রাসকে টপকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ফেডএক্স৷
রবিবার ফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী চিলিচকে উড়িয়ে দিয়ে আটবার অল ইংল্যান্ড ক্লাবে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন তিনি৷একই সঙ্গে টুর্নামেন্টে কোনও সেট না-হেরে ৪১ বছর আগে বিয়ন বর্গের রেকর্ড ছুঁলেন ফেডেরার৷
Posted ৯:১২ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta