কক্সবাংলা ডটকম(১৬ জুলাই) :: চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠেছিলেন গারবিন মুগুরুজা৷গতবছর জিতেছিলেন ফরাসি ওপেন৷স্পেনের বছর তেইশের কন্যা সার্কিটে নিজের জাত চিনিয়েছেন৷শনিবার আরও একবার বুঝিয়ে দিলেন তিনি আগামীর তারকা৷অল ইংল্যান্ড ক্লাবে ফাইনালে উড়িয়ে দিলেন সেরেনা উইলিয়ামসকে৷এক ঘণ্টা ১৭ মিনিটের লড়াইয়ে মুগুরুজা হারালেন সেরেনাকে৷স্প্যানিশ নাগরিকের পক্ষে ফল ৭-৫, ৬-০৷কেরিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি৷
গত বৃহস্পতিবার ম্যাগডেলেনা রাইবারিকোভাকে উড়িয়ে দিয়ে উইম্বলডনে মহিলা সিঙ্গলসের ফাইনালের টিকিট কেটেছিলেন মুগুরুজা৷সেন্টার কোর্টে স্লোভাকিয়ার অবাছাই খেলোয়াড়কে স্ট্রেট সেটে (৬-১,৬-১) হারিয়ে দিয়েছিলেন৷অন্যদিকে ওদিনই দীর্ঘ আট বছর পর ফের উইম্বলডন ফাইনালে উঠেছিলেন ভেনাস৷ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী জোহানা কোন্তাকে স্ট্রেট সেটে (৬-৪,৬-২) হারান পাঁচবারের চ্যাম্পিয়ন এই ৩৭ বছরের মার্কিনি৷এবার শুরু থেকেই ভেনাসকে দুর্দান্ত ছন্দে ছিলেন৷কিন্তু ফাইনালে লড়তে পারলেন না৷স্প্যানিশই এক তরফা খেললেন৷
ম্যাচের পর মুগুরুজার খেলার তারিফ করলেন সেরেনা৷বলছেন,‘ খুব ভালো খেলেছে ও৷সুন্দর৷’ অন্যদিকে মুগুরুজা জানান,‘ সেরেনা অসাধারণ খেলোয়াড়৷আমি ওর খেলা দেখে বড় হয়েছি৷সেরেনার সঙ্গে ফাইনাল খেলার অভিজ্ঞতা অনবদ্য৷আমি অবশ্যই নার্ভাস ছিলাম৷আমি স্বপ্ন দেখতাম এই মঞ্চে খেলার৷প্রথম সেটটা খুব কঠিন ছিল৷আমাদের দু’জনেরই অনেক সুযোগ ছিল৷সেরেনা দু’বছর আগে বলেছিল আমি একদিন জিতব৷আজ আমি এখানে৷’
Posted ১২:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta