কক্সবাংলা ডটকম(১২ জুলাই) :: রাফায়েল নাদাল, অ্যান্ডি মারের পর নোভাক জকোভিচও উইম্বলডন থেকে বিদায় নিয়েছেন৷কিন্তু প্রত্যাশামতই শেষ চারে পৌঁছলেন রজার ফেডেরার৷বুধবার কোয়ার্টার ফাইনালে মিলোস রাওনিককে স্ট্রেট সেটে (৬-৪,৬-২,৭-৬) হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবে ১২বার সেমিফাইনালে পৌঁছন ফেডএক্স৷
অল ইংল্যান্ড ক্লাবে অষ্টম বার খেতাব জয় থেকে মাত্র দু’ কদম দূরে ফেডেরার৷ তৃতীয় বাছাই রজার এদিন রাওনিকের বিরুদ্ধে ফেভারিট হিসেবে শুরু করেন৷ প্রথম দু’টি সেটে প্রতিদ্বন্দ্বীকে লড়াইয়ে বিশেষ সুযোগ দেননি৷ কিন্তু তৃতীয় সেটে দারুণ লড়াই করেন রাওনিক৷ যদিও টাইব্রেকারে জিতে ম্যাচ পকেটে পুরে ফেডেরার৷
সেমিফাইনালে ফেডেরারের প্রতিদ্বন্দ্বী টমাস বার্ডিখ৷ কারণ বার্ডিখের বিরুদ্ধে চোটের জন্য কোর্ট ছাড়তে বাধ্য হন জোকার৷ প্রথম সেট ৭-৬ এগিয়ে থাকা জকোভিচ দ্বিতীয় ২-০ এগিয়ে থাকার সময় কনুই চোটের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনবারের চ্যাম্পিয়ন জকোভিচ৷
এর আগে অন্য কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন তথা শীর্ষবাছাই অ্যান্ডি মারেকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন স্যাম কুয়েরি৷ পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের পর বিশ্বের ২৮ নম্বর মার্কিনির কাছে হার মানেন মারে৷ এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছেন নাদাল৷
ফলে ‘ফ্যাব ফোর’-এর মধ্য একমাত্র টিকে রয়েছেন ফেডেরার৷ অন্য সেমিফাইনালে মুখোমুখি কুয়েরি খেলবেন মারিন চিলিচের বিরুদ্ধে৷ যিনি কোয়ার্টার ফাইনালে জাইলস মুলারকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন৷
Posted ১০:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta