দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ওলামা কাউন্সিল কমান্ডার ও অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুসকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
ধৃত আরসা কমান্ডার ইউনুস মায়ানমারে মংডু টাউনশিপের বাসিন্দা মৃত হাবিবুল্লাহর ছেলে। বর্তমানে তিনি উখিয়ার চেংখালীর ক্যাম্প ১৯ এর ব্লক- সি/১৩ তে শরণার্থী হিসেবে রয়েছেন।
শুক্রবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতি. পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
Posted ১:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০২৩
coxbangla.com | Chanchal Chy