দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় দুই ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার (২৮ মার্চ) উপজেলার রুমখাঁ চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত অসুস্থতার কারণে মৃত ইসলাম মিয়ার ছেলে নুরুল আলম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দুই ঘন্টা আগে মৃত্যুবরণ করেন তার মা।
এদিকে, একইদিনে দুই ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শোকাহত এলাকাবাসী জানায়, একইদিনে মা-ছেলের মৃত্যুতে আমরা পুরো এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
Posted ১২:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta