বিশেষ প্রতিবেদক :: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ৫০ রাউন্ড গুলিসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল পিপিএম-সেবা এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলেন, আব্দুল আজিজ (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম। আজিজ কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজল করিমের ছেলে।
বাসযোগে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্র পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলীসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স উখিয়া থানাধীন দারুল কোরআন ইসলামী মাদ্রাসার সামনে সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।
একপর্যায়ে টেকনাফগামী সরাসরি স্পেশাল সার্ভিস বাসে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান এবং ৫০ রাউন্ড তাজা গুলিসহ তাদের আটক করতে সক্ষম হন।
আসামিরা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের জন্য এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি।
Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ জুলাই ২০২৩
coxbangla.com | Chanchal Das Gupta