দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের দেওয়া বিভিন্ন অনুদান সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে উখিয়ার বালুখালী ৯ নাম্বার ক্যাম্পে এ অনুদান সামগ্রী বিতরণ করে আমাদের সময়ের প্রতিধ্বনি (এএসপি) ফাউন্ডেশন।
শুভেচ্ছা হিসেবে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের জন্য রোহিঙ্গা ক্যাম্পে শিশু খাদ্য, নারী ও শিশুদের বস্ত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশের বেসরকারি সংগঠন এএসপি ফাউন্ডেশনের (আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশন) মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের বসবাসরত নারী ও শিশুদের মাঝে এ অনুদান দেওয়া হয়েছে।
উপহার পেয়ে প্রতিক্রিয়ায় রোহিঙ্গা শরনার্থী সাদেক বলেন, মিয়ানমারের সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হয়ে আমরা এদেশে আশ্রয় নিয়ে মানবতার জীবনযাপন করছি। এ অবস্থায় এমন অনুধান সামগ্রী আমাদের জন্য বড় পাওয়া।
সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এএসপি ফাউন্ডেশনের উপদেষ্টা (অব.) ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মনজুর কাদের।
এ সময় ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ, রোহিঙ্গা জনপ্রতিনিধি ও শরণার্থী ক্যাম্প ইনচার্জের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, চীন ও বাংলাদেশ বহুপক্ষীয় ক্ষেত্রেও একে অপরকে সমর্থন করে এবং যৌথভাবে আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত রাখে।
চীনের পক্ষ থেকে এমন এক গুরুত্বপূর্ণ সময়ে উদার অনুদান অবশ্যই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন পর্যন্ত জীবনমান উন্নয়নে সহায়তা করবে। চীনের মতো বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশের পাশে সব সময় থাকবে।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta