দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় শাহপুরী হাইওয়ে ফাঁড়ির তল্লাশী অভিযানে ২০ হাজার পিছ ইয়াবাসহ ইমাম হোসেন প্রকাশ মিজান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মিজান রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়ক উখিয়ার টিএনটি নামক এলাকা হতে এ মাদকারবারিকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাহাবুল কবির।
বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানিয়েছেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের তত্বাবধানে শাহপরী হাইওয়ে থানার উপস্থিতিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ড এর টিএন্ডটি নামক স্থানে রাস্তার উপর একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দেয়।
সিএনজি হতে নেমে একজন লোক হাতে শপিং ব্যাগ নিয়ে পালানোর চেষ্টাকালে উপস্থিত হাইওয়ে পুলিশ সদস্য তাকে রাস্তার উপর আটক করে।
উপস্থিত লোকজনের সম্মুখে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ইমাম হোসেন ওরফে মোঃ মিজান বলে জানায়।
তার হাতে থাকা ব্যাগ তল্লাশিকালে ধৃত ব্যক্তি তার নিজ হাতে ব্যাগের ভিতর হতে দুই কার্ড কালো পলি দ্বারা মোড়ানো ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।
প্রতি কার্ডে ১০ হাজার করে সর্বমোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে ৭জানুয়ারী সকাল ১১টার সময় জব্দ করা হয়।
ধৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta