দীপন বিশ্বাস :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার আওতাভুক্ত উখিয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
একই সাথে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ।
তিনি জানান, জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উখিয়া ও কুতুবদিয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।
উখিয়া উপজেলা আহ্বায়ক কমিটিতে সরওয়ার জাহান চৌধুরীকে আহ্বায়ক এবং সুলতান মাহমুদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
সদস্য হিসেবে রয়েছেন, এম মোকতার আহমদ, জহুর আহমদ চৌধুরী, তারেক মোহাম্মদ রাজিব চৌধুরী, ছাবের আহমদ কনট্রাক্টর ও দলিলুর রহমান শাহিন।
উখিয়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে।
Posted ৬:০৮ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta