বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারেরে উখিয়া-টেকনাফ সড়কের টিভি রিলে কেন্দ্রের বিপরীতে রেড ক্রিসেন্ট হাসপাতালের পিছনের ঝিরি থেকে অজ্ঞাতনামা একটি মরদেহ উদ্ধার করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাফর ইকবাল বলেন, লাশ পড়ে থাকার খবরে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবকের মৃত দেহ উদ্ধার করি।
তার পরনে প্যান্ট, গায়ে গেঞ্জি ও হাতে কালো রঙের চামড়ার বেল্টের ঘড়ি ছিল। প্যান্টের পকেটে একটি স্মার্টফোন পাওয়া যায়।
তিনি বলেন, লাশটির তাৎক্ষণিক নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পুরো শরীর কাদা যুক্ত থাকায় গায়ে আঘাতের চিহ্ন আছে কিনা দেখা যায়নি।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
কে বা কারা মেরেছে, জড়িতদের শনাক্তকরণে কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Posted ১০:২৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta