মোসলেহ উদ্দিন,উখিয়া(২১ মে) :: উখিয়ার হাজির পাড়া গ্রামের এক যুবক সৌদি আরবে গিয়ে মুক্তির প্রহর গুণছে।
বিগত ১৯৯২ সনের দিকে সৌদি প্রবাসি কোন এক পরিবারের সন্তান হয়ে বিদেশে গমন করে। সেখানে তাদের আশ্রয়ে সে বড় হয়ে সৌদি আরবের কোন কোম্পানী বা কর্মসংস্থানে নেমে পড়েন।
দীর্ঘ ২৫ বৎসর যাবত উখিয়ার হাজির পাড়া গ্রামের অসহায় দিনমুজুর পরিবার জাগির হোছনও মাতা গোলবাহার বেগমের সন্তান মো: ইউছুপ উদ্দিনের সন্ধান পাওয়া যাচ্ছেনা। কিন্তু ইউছুপ উদ্দিন বর্তমানে সৌদি আরবের যে কোন একটি কারাগারে আটক রয়েছে বলে তার পরিবার সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য যে, ইউছুফ উদ্দিন ৯২ সনের দিকে অন্যজনের সন্তান পরিচয়ে সৌদি আরবে গমন করে। সেখানে তার বেড়ে উঠা শিশু ইউসুফ উদ্দিন দীর্ঘ ২৮ বছরে পা রাখে।
সৌদি সরকারের ভিসা জটিলতা কিংবা অভিবাসন প্রক্রিয়ায় আইনী মারপেচে পড়ে পুলিশের হাতে আটক হন। সৌদি আরব সরকারের কোন কারাগারে ইউছুপ আটক রয়েছে তার সঠিক তথ্য উপাত্ব না পেয়ে তার পিতা মাতা ও আত্মীয় স্বজনেরা আহাজারি করছে।
এদিকে উখিয়া হাজির পাড়া গ্রামের ইউছুপের বাড়ীতে পিতাও চাচা দিলা হোছেন এর সাথে আলাপচারিতায় জানান,
ছেলে দীর্ঘ ২৫ বছর ধরে বিদেশ পাড়ি দিয়ে যাওয়ার পর থেকে আর কোন খোজ খবর পাইনি। শুনেছি সে অনেক বড় হয়েছে। সে আটক হওয়ার পর সৌদি সরকারকে সে কোন দেশের নাগরিক সঠিক তথ্য দিতে না পারায় তাকে কারাগারে আটক রাখা হয়।
পারিবারিক সুত্রে ইউছুপের জন্ম নিবন্ধন আইডি ১৯৮৩ ২২১৯ ৪৪৭০ ৪৩০৭ জন্ম তারিখ ১৫ জুন ১৯৮৩ মতে তথ্য নিবন্ধন গ্রাম হাজির পাড়া, উপজেলা উখিয়া, জেলা কক্সবাজার লিপিবদ্ধ রয়েছে।