শহিদুল ইসলাম,উখিয়া(২০ আগস্ট) :: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা বস্তিতে গভীর রাতে বন্যহাতির আক্রমণে মোঃ শরীফ (৬০) নামের এক বয়োবৃদ্ধ রোহিঙ্গার মৃত্যু ঘটেছে।
রোববার (২০ আগস্ট) ভোর ৩ টার সময় এ ঘটনা ঘটেছে বলে কুতুপালং শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গা ও পলী চিকিৎসক জাফর আলম জানিয়েছেন।
কুতুপালং শরণার্থী শিবিরের ই ব্লকের বাসিন্দা আলী জোহরের ছেলে বলে জানান কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম।
ওইরাতে বন্যহাতির দল কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আকস্মিক হামলা করে ১৫ টি বস্তিবাসা তছনছ করে ফেলে। রোহিঙ্গারা হাতি তাড়াতে এগিয়ে গেলে হাতির ধাওয়ায় কয়েকজন কমবেশী আহত হয়।
তৎমধ্যে মোঃ শরীফ গুরুতর আঘাত পেলে তাৎক্ষণিক এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ কে মৃত্যু ঘোষণা করেন।
Posted ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta