মোসলেহ উদ্দিন,উখিয়া(২১ জুন) :: উখিয়ার ক্রাইম স্পট পালংখালি ইউনিয়নের বটতলী এলাকায় পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটপাট করেছে সশস্ত্র ডাকাত দল।
উখিয়া থানা পুলিশ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামি ডাকাত সর্দার হামিদ হোসেন (২৫) কে একটি ধারালো ছুরিসহ আটকে সক্ষম হয়েছে। সে নলবনিয়া গ্রামের কুখ্যাত ডাকাত জাহেদ আলমের ছেলে বলে জানা গেছে।
উখিয়া থানা সূত্রে জানা গেছে, ডাকাত সর্দার হামিদ হোসেন ২০১৬ সালের নভেম্বরে বটতলী গ্রামের আবু তাহেরের বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় বাধা দিতে গেলে ডাকাত হামিদ হোসেন গুলিবর্ষণ করে। ঘটনাস্থলে আবু তাহেরের মেয়ে রাবেয়া ও ছেলে রাসেল গুলিতে গুরুতর আহত হয়।
গত মঙ্গলবার রাত ১০টায় পালংখালি বটতলী এলাকায় ওই ডাকাতের নেতৃত্বে ৫/৬ জন অস্ত্রধারী গ্রামীণ সড়ক অবরোধ করে পথচারীদের সর্বস্ব ছিনিয়ে নেয়।
উখিয়া থানার এসআই আনিস জানান, সোর্স মারফত তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ভোর রাতে পশ্চিম ফারির বিল নলবনিয়া পাহাড়ের ওপর পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ডাকাত হামিদ হোসেনকে গ্রেফতারের চেষ্টা করলে ডাকাত এসআই আনিসকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় পুলিশ কৌশল অবলম্বন করে সাহসিকতার সাথে ডাকাত হামিদকে তার হাতে থাকা ধারালো ছুরিসহ আটক করতে সক্ষম হয়। ডাকাত আটকের খবরে পালংখালি এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে বলে জানা গেছে।
Posted ৩:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta