মোসলেহ উদ্দিন,উখিয়া(১৪ মে) :: ককসবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বাগঘোনা নামক এলাকায় ককসবাজার র্যাব ৭ এর অভিযানে ২টি বালি ভর্তি ডাম্পার ও ২টি ড্রেজার মেশিন জব্দ করেছে।
রবিার বিকাল ৫টায় এ অভিযান চালানো হয়।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, থাইনখালী বিট কর্মকর্তা আবদুল মন্নান, মুছারখোলা বিট কর্মকর্তা মাসুম সরকার, ইউপি সদস্য জয়নাল আবেদীনও নুরুল হক উপস্থিত ছিলেন।
র্যাব ৭ এর কোমম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ বালি ব্যাবসায়ীরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে আসছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিকালে র্যাব ৭ অভিযান চালিয়ে ২টি বালী ভর্তী ডাম্পার বাগঘোনা নামক গহীন পাহাড়ে ভিতর থেকে আটক করে।
এ ব্যাপারে চিহ্নিত অবৈধ বালি উত্তোনকারীদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে বিটকর্মকর্তা আবদুল মন্নান জানিয়েছেন।
Posted ৫:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta