শহিদুলইসলাম,উখিয়া(৫ জুলাই) :: ককসবাজার টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোষ্টের বিজিবি সদস্যরা যাএীবাহী সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে ৭ হাজার৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে অাটক করেছে।জব্দকৃত ইয়াবার অানুমানিক মূল্য ২১লাখ ২৪ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। অাটককৃত দুইজনকে বুধবার দুপুরে রামু থানায় পাঠিয়েদেন।
মরিচ্যা চেকপোষ্টর সুবেদার নজরুলইসলাম বলেন বুধবার সাড়ে ১০টার দিকে যাএীবাহী সিএনজিগাড়ী তল্লাশী চালিয়ে ইয়াবা সহ দুইজনকে অাটক করি।
অাটককৃত হল টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়ার মৃত হোসেনের পুএ নুর অাহমদ ও একই গ্রামের নুরচ্ছাপা বেগম।
Posted ৩:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta