বিশেষ প্রতিবেদক(১৫ আগস্ট) :: শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী দিন ব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পর্ষদ। পর্ষদ ভবন সংলগ্ন স্থানীয় কমিউনিটি সেন্টারে ১৫ আগস্ট অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, আওয়ামী লীগ নেতা-আবুল মনসুর চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী।
জয়নাল উদ্দিন বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- শাহ জাহান মেম্বার, মনজুর আলম মেম্বার, শাহ জাহান সাজু, আজিজুর রহমান, মহিলা মেম্বার জয়নাব বেগম, নাছির উদ্দিন, মোজাম্মেল হক সিকদার, মাহমুদুল হক সিকদার, গিয়াস উদ্দিন, আমজাদ হোসেন প্রমূখ।
সভায় আলোচকগণ বলেন- খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে স্ব-পরিবারে খুন করে ভেবেছিল সবশেষ। কিন্তু মুজিব মানেই বাংলাদেশ। এখন সময় এসেছে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার।
Posted ১১:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta