শহিদুল ইসলাম,উখিয়া(৬ জুলাই) :: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকায় অগ্নিকান্ডে বসত বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয় ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকা। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে দূর্বত্তকতৃক বসতবাড়ীটি জ্বালিয়ে দেয়।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসতবাড়ীটি পরিদর্শন করেন এবং বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানার ওসি কে অনুরোধ জানান।
ক্ষতিগ্রস্থ উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের মৃত আব্দুস ছলুর ছেলে আব্দুস শুক্কুরের বাড়ী বলে জানা গেছে।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta