শহিদুল ইসলাম,উখিয়া(১০ জুলাই) :: উখিয়া উপজেলার মাসিক আইন শৃংখলা উন্নয়ন কমিটির সভা থেকে কমিটির সদস্য উখিয়ার প্রথম উপজেলা পরিষদ চেযারম্যান আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী ওয়াক আউট করেছেন।
তিনি সভায় সম্প্রতি প্রভাবশালী মহল কর্তৃক স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় নিরীহ লোকজনের জমি, দোকান পাট দখল, মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকজন সহ আওযামীলীগ নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে এতে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে বিধায় তা দ্রুত বন্ধ করার দাবীতে ওয়াক আউট করেন।
সোমবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা মাসিক আইন শৃংখলা উন্নয়ন সভায় মাহমুদুল হক চৌধুরী পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে সভা থেকে ওয়াক আউটের কারন ব্যাখ্যা করে লিখিত বক্তব্য দেন। উক্ত বক্তব্য তিনি অভিযোগ করে জানান, আইন শৃংখলা রক্ষা কমিটির কর্ণধারগণের হাতে নিরীহ আওযামীলীগ নেতা কর্মী সহ সাধারন লোকজন বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত ও নিরাপদ নয়।
সুতরাং এ ধরনের সকল অনিয়ম, দুর্ণীতি, জবরদস্তি মুলক নিরীহ লোকজনের জমি, ঘরবাড়ি, দোকান পাট দখলের ব্যাপারে সরকার ও প্রানমন্ত্রীর ভাবমূর্তি রক্ষা করতে ব্যর্থ হয়ে গতকালকের মাসিক আইন শৃংখলা কমিটির সভা থেকে ওয়াক আউট করেন।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে সহকারী কমিশনার (ভুমি) নুরুদ্দীন মোঃ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত আইন শৃংখলা সভায় রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউপি চেযারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী , রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উখিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও উখিয়া সরকারি উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্য গণ উপস্থিত ছিলেন।
Posted ৭:২০ অপরাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta