বিশেষ প্রতিবেদক(২২ আগস্ট) :: কক্সবাজারের রোহিঙ্গা অধ্যূষিত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্দেহেভাজন জঙ্গী ও আল-ইয়াকীনের সেকেন্ড ইন কমান্ড নুরুল ইসলামকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
২২ আগষ্ট (মঙ্গলবার) রাত ৯টার দিকে কুতুপালংস্থ আনরেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে লোকজন ঘেরাও করে রাখলে পুলিশের একটি দল এসে তাকে আটক করে।
উখিয়া থানার এসআই মাঈন উদ্দিন জানান,আটক নুরুল ইসলাম থেকে মোহাম্মদ ইসহাকের পুত্র। সে জঙ্গী সংগঠন আল-ইয়াকীনের সেকেন্ড ইন কমান্ড এবং ক্যাম্পে হত্যাকান্ডের সাথে জড়িত বলে জানায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে কক্সবাংলাকে জানান,আটক ব্যক্তি কোন জঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ত কিনা সে বিষয়ে জিজ্ঞাবাদ চলছে।
তবে আটক ব্যক্তি সহজে স্বীকারোক্তি না করলেও তার কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
.
Posted ১২:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta